Connect with us

top1

নিজ আসনে সরব মির্জা ফকরুল: ‘হাসিনা সন্ত্রাস দিয়ে টিকে থাকতে চায়’

Published

on

Mirza Fakhrul is vocal in his constituency: 'Hasina wants to survive through terrorism

ঠাকুরগাঁ- নিজ এলাকায় নির্বাচনী প্রচারণায় সরব হয়ে উঠেছেন বিনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। মহাসচিবকে ঘিরে স্থানীয় নেতা কর্মীদের মধ্যে নতুন আমেজ লক্ষ্য করা যাচ্ছে। আজ সোমবার দুপুরে সভায় ইউনিয়ন বিএনপি সভাপতি ডা. আহম্মদ আলীর সভাপতিত্তে কিশমত কেশুর বাড়ি লক্ষীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “হাসিনা সন্ত্রাস দিয়ে ক্ষমতায় থাকতে চায়, কিন্তু মানুষ ক্ষমা করবে না।” তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, “ভারত থেকে দেশের সর্বনাশ না করে সাহস থাকলে দেশে এসে আন্দোলন করুন। জনগণের সম্পদ নষ্ট করলে দেশে ফেরার সুযোগ পাবেন না। অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে হবে, জেল খাটতে হবে।”
ধর্মের অপব্যাখ্যা নিয়ে সতর্কবার্তা
ফখরুল অভিযোগ করেন, একটি দল বাড়ি বাড়ি গিয়ে নারীদের কাছে ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে। তিনি বলেন, “যারা মুনাফেকি করে, তাদের থেকে সাবধান থাকতে হবে।”
নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে হুঁশিয়ারি
বিএনপি মহাসচিব বলেন, “নির্বাচন যদি আর পিছিয়ে দেওয়া হয়, তবে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। সংস্কারের বিষয়ে আমরা যে বিষয়ে একমত হয়েছি, তার বাইরে কিছু চাপিয়ে দিলে এর দায় সরকারকেই নিতে হবে।” তিনি আরও বলেন, “পিআর পদ্ধতিতে স্বতন্ত্র প্রার্থী হওয়া সম্ভব নয়। এই পদ্ধতিতে দলের বাইরে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না।”
ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রতিশ্রুতি
ক্ষমতায় এলে ১৫ মাসে এক কোটি বেকারের কর্মসংস্থান করার প্রতিশ্রুতি দেন ফখরুল। পাশাপাশি তিনি বলেন, “আমরা বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করতে চাই।”

এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তুহিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।