রাজনীতি

নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ: সারজিস

নির্বাচনের আগেই নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা শহরের মকবুলার রহমান সরকারি কলেজ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে সারজিস আলম এ কথা বলেন।

এসময় সারজিস আলম বলেন, ‘নির্বাচন কমিশন শাপলা প্রতীক না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এর কোনো যৌক্তিক ব্যাখ্যাও দিতে পারেনি। এটা স্পষ্ট যে, কমিশন কোনো না কোনো চাপে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যদি নির্বাচন কমিশনের মতো একটি স্বাধীন প্রতিষ্ঠান প্রতীক দেয়া নিয়ে চাপে পরাজিত হয়, তাহলে নির্বাচন শুরু হওয়ার আগেই এর স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আমরা আইনগতভাবে বৈধভাবে আবেদন করেছি। যেহেতু কোনো আইনগত বাধা নেই, আমরা আশা করছি এনসিপি শাপলা প্রতীক পাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version