ডেস্ক নিউজ
পাবনায় পাট বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা মেয়ের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুই শিশু।
সোমবার (২৪ নভেম্বর) বিকেল পোনে ৫টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের চব্বিশ মাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোটরসাইকেল চালক জব্দুল শেখ (৩৫) ও তার মেয়ে জুবাইয়া খাতুন (৮)।
হাইওয়ে পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান জানান, ঢাকা-পাবনা মহাসড়কে পাবনা থেকে কাশীনাথপুরগামী পাট বোঝাই একটি ট্রাক একই দিকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকার নিচে চাপা পড়ে। এতে জব্দুল শেখ ও তার ছোট মেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এঘটনায় মোটরসাইকেলে থাকা জব্দুলের ছেলে মমিন শেখ (৫) ও ভাতিজা সিয়াম শেখ (৬) গুরুতর আহত হন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ঘটনার পরপরই পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।