Connect with us

top2

পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করতে পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন ট্রাম্প

Published

on

রাশিয়ার সাথে পাল্লা দিয়ে এবার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করতে পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমন নির্দেশনা দেন তিনি। খবরটি নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যমগুলো।

ট্রাম্প জানান, খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে ওয়াশিংটনের এই কার্যক্রম। দাবি করেন, অন্য যেকোনো দেশের চাইতে যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রের ভাণ্ডার সমৃদ্ধ। সে তালিকায় দ্বিতীয় স্থানে রাশিয়া আর বিস্তর পার্থক্য নিয়ে তৃতীয়তে রয়েছে চীন। অন্যান্য দেশ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোয় বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

গবেষণা সংস্থাগুলোর তথ্যানুসারে, সারাবিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের ৮৭ শতাংশই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দখলে। এরমধ্যে মস্কোর প্রায় সাড়ে ৫ হাজার এবং ওয়াশিংটনের ৫ হাজার ১শ’টির মতো নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *