Connect with us

ক্যাম্পাস

প্রতি ঘণ্টায় বাস সার্ভিস পাচ্ছে ইবি শিক্ষার্থীরা

Published

on

ইবি প্রতিনিধি

কুষ্টিয়া-ঝিনাইদহ অবস্থানরত শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রতি ঘণ্টায় বাস সার্ভিস চালু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী শনিবার থেকে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে এ সার্ভিস।

বুধবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে প্রতি ঘণ্টায় বাস সার্ভিসের দাবি জানায় আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোট। গত ৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসকের কাছে লিখিত আবেদন দেয় প্লাটফর্মটি।

জানা গেছে, নতুন শিডিউল অনুযায়ী সকাল ৮.০০ টা, ৯.০০টা,১০.০০টা এবং সকাল ১১.০০ টা ক্যাম্পাস অভিমুখে শিক্ষার্থীদের বাস পরীক্ষামূলক চলবে। অনুরূপভাবে দুপুর ১.০০ টা, ২.০০ টা, ৩.০০ টা এবং বিকেল ৪.০০ টা ক্যাম্পাস থেকে কুষ্টিয়া, ঝিনাইদহ এবং শৈলকুপার উদ্দেশ্যে শিক্ষার্থীদের বাস পরীক্ষামূলক চলবে।

এদিকে আগ্রাসনবিরোধী জোট প্লাটফর্মের নেতা এবং সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে প্রতি ঘণ্টায় বাস সার্ভিস চালু না থাকার কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় অপচয় হতো এবং শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হতেন। আমরা এ ব্যাপারে স্মারকলিপি দেই, যদিও এটা নিয়ে আগে থেকেই কাজ করছিলাম। দেরিতে হলেও অবশেষে ইবি প্রশাসন কুষ্টিয়া-ঝিনাইদহ রুটে আগামী শনিবার থেকে প্রতি ঘণ্টায় বাস সার্ভিস পরীক্ষামূলকভাবে চালু করার সিদ্ধান্ত নিয়েছে। সেজন্য পরিবহন প্রশাসক স্যারের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শিক্ষার্থী ভাই-বোনের কাছে আহ্বান থাকবে— প্রথমদিকে কিছু প্রতিবন্ধকতা তৈরি হবে, সেগুলো সহজভাবে নেওয়ার অনুরোধ রইল।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, ‘শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী সঠিক পরামর্শ যুক্ত করা হবে ইনশাআল্লাহ।’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *