আন্তর্জাতিক

ফ্লোটিলায় হামলার প্রতিবাদে ইতালির বৃহত্তম ট্রেড ইউনিয়নের ধর্মঘটের ডাক

গাজামুখী ত্রাণবহর ‘সুমুদ ফ্লোটিলা’-কে ইসরায়েলি বাহিনী কর্তৃক আন্তর্জাতিক জলসীমায় আটক করার প্রতিবাদে ইতালির বৃহত্তম ট্রেড ইউনিয়ন ধর্মঘটের ডাক দিয়েছে।

ইতালির এই বৃহৎ শ্রমিক সংগঠনটি ইসরায়েলের এমন আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেছে। ফ্লোটিলা আটকের ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে যখন সমালোচনা চলছে, ঠিক তখনই ইতালির শ্রমিক শ্রেণি এই ধর্মঘটের মাধ্যমে প্রতিবাদে সামিল হলো।

ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নিরস্ত্র ত্রাণকর্মী এবং মানবিক সহায়তার ওপর ইসরায়েলি বাহিনীর এই হামলা আন্তর্জাতিক নীতির লঙ্ঘন। ধর্মঘটের উদ্দেশ্য হলো ইতালি সরকারের ওপর চাপ সৃষ্টি করা, যাতে তারা ইসরায়েলের এই পদক্ষেপের নিন্দা জানায় এবং বিশ্বজুড়ে সরব থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version