একজন নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল হওয়া বরগুনার সাবেক জেলা প্রশাসক (ডিসি) হাবিবুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। হাবিবুর রহমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সংযুক্ত যুগ্মসচিব ছিলেন।
রোববার তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
গত ১৬ই অক্টোবর বরগুনার সাবেক ডিসি হাবিবুর রহমানের একটি গোপন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে সাবেক ডিসিকে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে দেখা যায়। এ ঘটনায় বরগুনায় আলোচনার ঝড় তোলে। বিব্রত হয় প্রশাসন।
জানা গেছে, ২০২০ সালের ১৭ই ডিসেম্বর বরগুনায় জেলা প্রশাসক পদে যোগ দেন হাবিবুর রহমান। বরগুনায় আড়াই বছর কর্মরত ছিলেন। ২০২৩ সালের ৯ই জুলাই তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়। পরে গত ৪ঠা সেপ্টেম্বর উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেয়া হলে হাবিবুর রহমানও পদোন্নতি পান। তিনি জননিরাপত্তা বিভাগের আনসার ও সীমান্ত অনুবিভাগের সীমান্ত-১ শাখার যুগ্মসচিব ছিলেন।