top1

বিজয় দিবসে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ

Published

on

মহান বিজয় দিবস উপলক্ষ্যে আগামীকাল এক অনন্য বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ। স্বাধীনতার ৫৪ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে ‘সর্বোচ্চসংখ্যক জাতীয় পতাকা নিয়ে প্যারাশুটিং’ প্রদর্শনের মাধ্যমে এই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে এই বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর মোট ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকা বহন করে স্কাইডাইভ করবেন।

প্যারাশুটিং প্রদর্শনীর আগে, বেলা ১১টায় একই স্থানে তিন বাহিনীর অংশগ্রহণে পৃথক ফ্লাই-পাস্ট অনুষ্ঠিত হবে। পাশাপাশি থাকবে জমকালো ‘বিজয় দিবস ব্যান্ড শো’।

এছাড়া ঢাকার বাইরেও দেশের অন্যান্য শহরে সশস্ত্র বাহিনীর ফ্লাই-পাস্ট প্রদর্শনী অনুষ্ঠিত হবে। একইসঙ্গে সারা দেশে পুলিশ, বিজিবি ও আনসার বাহিনী ব্যান্ড শোয়ের আয়োজন করবে। এসব অনুষ্ঠান জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

তথ্যসূত্র : বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version