top1

বিয়েবাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, নবদম্পতিসহ নিহত ৮

Published

on

পাকিস্তানের ইসলামাবাদে একটি বিয়েবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নবদম্পতিসহ অন্তত ৮ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে বিয়ের অনুষ্ঠানে আসা অতিথি এবং পরিবারের অন্য সদস্যরাও রয়েছেন। এই ঘটনায় আরও অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন।

রোববার স্থানীয় সময় সকাল ৭টায় এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের প্রচণ্ডতায় বাড়িটির ছাদ ধসে পড়ে এবং দেয়ালের একটি বড় অংশ উড়ে যায়।

জরুরি সেবাকর্মীরা জানান, গ্যাস লিকেজের কারণে ঘরটিতে গ্যাস জমে গিয়েছিল এবং সেখান থেকেই এই বিস্ফোরণের সূত্রপাত। এতে ওই বাড়ির আশপাশের আরও অন্তত ৩টি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাকিস্তান সিনেটের চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানি এই ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে মন্তব্য করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘গ্যাস সিলিন্ডারের অনিরাপদ ব্যবহার রোধে এখন আরও কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version