আন্তর্জাতিক

ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের নির্বাহীর ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র

ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

মাদক ফেন্টানিল তৈরির কাঁচামাল পাচারের অভিযোগে কয়েকটি ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের নির্বাহীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস একথা জানায়। খবর হিন্দুস্তান টাইমসের। বিবৃতিতে মার্কিন দূতাবাস জানিয়েছে, বিপজ্জনক সিন্থেটিক মাদকদ্রব্য থেকে মার্কিন নাগরিকদের সুরক্ষিত করতে ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের নির্বাহীর ভিসা বাতিল এবং প্রত্যাখ্যান করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের দূতাবাস জানায়, বৃহস্পতিবারের এই পদক্ষেপ মার্কিন অভিবাসন ও জাতীয়তা আইনের বিভিন্ন ধারার অধীনে নেয়া হয়েছে। এর ফলে অভিযুক্ত এবং তার পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার ক্ষেত্রে অযোগ্য হিসেবে গণ্য হতে পারেন।

চার্জ দ্য অ্যাফেয়ার্স জর্গান অ্যান্ড্রুজ বলেন, নয়া দিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতিতে অটল রয়েছে। অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে মাদক উৎপাদন ও পাচারের সঙ্গে জড়িত ব্যক্তি এবং সংস্থাগুলো তাদের পরিবারসহ শাস্তির মুখোমুখি হবেন। যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার প্রত্যাখ্যান করাও অন্তর্ভুক্ত থাকতে পারে।

ইতিপূর্বে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন কংগ্রেসে দেয়া এক বার্তায়, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, মিয়ানমার ও চিনসহ ২৩টি দেশকে প্রধান মাদক উৎপাদক ও পাচারকারী দেশ বলে দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version