আন্তর্জাতিক ডেস্ক
ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় একটি ভাড়া বাসা থেকে শাহরিয়ার নামের ২২ বছর বয়সী এক বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এনআইইউ) পড়াশোনা করতেন।
নিহত শাহরিয়ারের বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায় বলে জানা গেছে।
গ্রেটার নয়ডার বেটা-১ সেক্টরের একটি ভাড়া বাড়িতে তিনি থাকতেন। সেখান থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং এ ঘটনার তদন্ত শুরু করেছে।