top1

ভারতে ভূমিধ্বসে নিহত ১৮

Published

on

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় ভূমিধসে একটি চলন্ত বাসচাপা পড়ে কমপক্ষে ১৮ জন যাত্রী নিহত হয়েছেন। হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী আরো তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাসটিতে মোট ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন।

বাসটি হরিয়ানার রোহতক থেকে বিলাসপুরের কাছে ঘুমারউইনে যাচ্ছিল। মঙ্গলবার সন্ধ্যার দিকে প্রবল বৃষ্টিতে ভূমিধসে পাহাড় থেকে পাথর ধসে বাসের ওপর পড়ে। স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ও দুর্যোগ ত্রাণ দল ঘটনাস্থলে পৌঁছে যায়। কিন্তু পাথরের ওজন ও পরিমাণ এত বেশি ছিল যে, উদ্ধারকর্মীদের এক্সকাভেটর ব্যবহার করে বাসের ছাদ কেটে ভেতরে ঢুকতে হয়।

রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লাখ টাকা করে এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version