আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের ৩ হাজার বছরের সংঘাত সমাধান করব: ট্রাম্প

অলটাইম নিউজ ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাতের সমাপ্তি ঘটাতে পারবেন। তার দাবি, ইসরায়েল-গাজা যুদ্ধের সমাধান ঘটালে পুরো অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে। বিষয়টি উঠে এসেছে মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে।

বৃহস্পতিবার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “মনে হচ্ছে মধ্যপ্রাচ্যের সংকট প্রায় ৩,০০০ বছর পর অবসান ঘটতে চলেছে। আমরা শুধু গাজা নয়, গাজাকে কেন্দ্র করে পুরো অঞ্চলে শান্তি আনব। এটি হবে এক অবিশ্বাস্য অর্জন।”

তবে ইতিহাসবিদদের মতে, ট্রাম্পের এই বক্তব্যের ভিত্তি প্রশ্নবিদ্ধ। কারণ ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়েছে ১৯৪৮ সালে, যখন ব্রিটিশ ম্যান্ডেট প্যালেস্টাইন বিভক্ত হয়। ফলে ৩ হাজার বছরের সংঘাতের দাবি বাস্তবতার সঙ্গে মেলে না।

এদিকে গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান যুদ্ধের কারণে এখন পর্যন্ত অন্তত ৬৬ হাজার ২০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version