top1

রাজধানীতে সড়ক অবরোধ করে নার্সদের সমাবেশ

Published

on

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করার অপচেষ্টা বন্ধ এবং জাতীয় নার্সিং কমিশন গঠনের দাবিতে সড়ক অবরোধ করে সমাবেশ করছে বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন। শনিবার সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক বন্ধ করে এ সমাবেশ করেন তারা।

এর ফলে পল্টন মোড় থেকে কদম ফোয়ারামুখী সড়ক বন্ধ হয়ে যায়। এরপর যানবাহনগুলোকে ডাইভারশন করে বিজয় নগর কাকরাইল সড়কের দিকে দেয়া হয়। ফলে ভোগান্তিতে পড়েছেন পথচারিরা।

আন্দোলনকারীরা জানান, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে নার্সদের জন্য সৃজনকৃত সব পদে জ্যেষ্ঠ, অভিজ্ঞ ও যোগ্য নার্স কর্মকর্তা পদায়ন করা হোক।

আন্দোলনকারীরা আরো জানান, ১৯৭৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত নার্স কর্মকর্তারাই নার্সিং শিক্ষা, প্রশাসন ও নার্সিং সেবা কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হচ্ছিল। কিন্তু ২০১৬ সাল থেকে প্রশাসন ক্যাডার থেকে মহাপরিচালক ও পরিচালক নিয়োগ হওয়ার পর থেকে নার্সরা বদলি, পদোন্নতি, নার্স নিয়োগ ও উচ্চ শিক্ষা গ্রহণ ইত্যাদি ক্ষেত্রে হয়রানির শিকার হয়ে আসছেন।

এর আগে দাবি আদায়ে রাজধানীর জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন সড়ক সড়ক অবরোধ করে বিভিন্ন দল সংগঠন সমাবেশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version