Connect with us

top1

রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা: ছুটি বাতিল মেট্রোরেলের কর্মকর্তা-কর্মচারীদের

Published

on

ঢাকা- রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেলের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করেছে। রোববার ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) একেএম খায়রুল আলম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমটিসিএলের মেট্রোরেল ভবন, ডিপো এলাকা, মেট্রোরেল স্টেশন, ডিএমটিসিএলের আওতাধীন বিভিন্ন প্রকল্প ও সংশ্লিষ্ট স্থাপনায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীর সব ধরনের ছুটি বাতিল করা হলো। তবে আদেশে এর নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
ডিএমটিসিএল সূত্র জানায়, চলতি মাসে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা থেকেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে জুলাই মাসের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায়ের তারিখ আগামী ১৩ নভেম্বর নির্ধারণ করা হবে। এরই মধ্যে নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো ওইদিন ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে বলে অনলাইনে প্রচার চলছে।
এ পরিস্থিতিতে নাশকতাসহ যে কোনো অস্বাভাবিক পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সতর্কতার অংশ হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল এবং নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *