নারী

রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী অ্যাস্ট্রোনমি ক্যাম্প

Published

on

রাবি প্রতিনিধি

রাজশাহীতে দ্বিতীয় বারের মতো আয়োজন করা হচ্ছে তিন দিনব্যাপী অ্যাস্ট্রোনমি ক্যাম্প। আগামীকাল বৃহস্পতিবার নগরের নভোথিয়েটারে উদ্বোধন করা হবে এবং শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালেয় (রাবি) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে ক্যাম্পটি। আয়োজনের সমাপনী দিনে একটি নীতি ও বাস্তবতা বিষয়ক একটি ‘প্যানেল ডিসকাশন’ আয়োজিত হবে। এতে বিএনপি, জামায়াত ও এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

আজ বুধবার বিকেল ৪টায় রাবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়েজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির নেতারা। বাংলাদেশ সোশিও-কালচারাল ফোরাম (বিএসসিএফ) এর এবারের ক্যাম্পে ১১ শ’র অধিক শিক্ষার্থী অংশগ্রহন করবে। 

সংবাদ সম্মেলনে বিএসসিএফ প্রধান নির্বাহী নিলয় সাহা বলেন, ‘এ বারের ক্যাম্পে রাজশাহীর কয়েকটি উপাজেলা ও বগুড়ার ১১০০ শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। কর্মসূচিতে তাদেরকে ৩০ টি দলে ভাগ করা হবে। প্রতিটি দলকে মহাকাশ বিষয়ে পৃথক পৃথক ‘প্রবলেম’ দেওয়া  হবে। এর ওপরে তারা তিন দিনে সমাধান দিবেন এবং চূড়ান্ত দিনে তাদের সুপারিশকৃত সমাধানের ওপর তারা একটি প্রেজেন্টেশন দিবেন।’

সংবাদ সম্মেলনে বিএসসিএফ প্রধান নির্বাহী নিলয় সাহা বলেন, ‘অ্যাস্ট্রোনমিকে একাডেমিক পর্যায়ে নিয়ে আসাই আমাদের অন্যতম উদ্দেশ্য। বাংলাদেশ সোশিও-কালচারাল ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয় টিএসসিসি নিবন্ধিত সংগঠন। এটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করে। আমরা অ্যাস্ট্রোনমিকে উৎসবমুখর করে তুলতে চাই।’

প্রাক-উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আজ নভোথিয়েটারে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রায়হানা শামস ইসলাম ও রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব টুকটাক তালুকদার প্রমুখ। 

ক্যাম্পের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা শুরু হবে সকাল ১০ টায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)। এ দিন বিভিন্ন তত্ত্বীয় সেশন, গ্রুপ ওয়ার্ক ও  একটি প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হবে। এ দিন বক্তৃতা করবেন প্রখ্যাত অ্যাস্ট্রোফটোগ্রাফার জুবায়ের কাউলিন। এ সময় রাজশাহীর বিভাগীয় কমিশনার জনাব খন্দকার আজিম আহমেদ ও রুয়েটের উপাচার্য প্রফেসর ড. এস এম আব্দুর রাজ্জাক উপস্থিত থাকবেন।

আগামী শুক্রবার ক্যাম্পের শেষ দিন সকাল ৯ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে আনুষ্ঠানিকতা শুরু হবে। এ দিন অংশগ্রহণকারী ৭ম থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের একটি অলিম্পিয়াডের আয়োজন করা হবে। 

এদিন বিজ্ঞান শিক্ষার নীতি ও বাস্তবতা শীর্ষক প্যানেল ডিসকাশনে আলোচনা সভা আয়োজন করা হবে। এই সেশনে শিক্ষার্থীরা অ্যাস্ট্রোনমি বিষয়ে রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতি এবং রূপকল্প জানবেন এবং তাদেরকে প্রশ্ন করার সুযোগ পাবেন। এ সময় বিএনপির ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব শামা ওবায়েদ, জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, তরুণ আন্দোলনকারী উমামা ফাতেমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version