খেলাধুলা

রোহিতকে সরিয়ে ফের ওয়ানডে সিংহাসনে কোহলি

Published

on

ওয়ানডে ক্রিকেটে আবারও শুরু হলো ‘বিরাট’ রাজত্ব। নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলে অধিনায়ক রোহিত শর্মাকে টপকে আইসিসি ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন বিরাট কোহলি। তবে সিংহাসন দখলের এই লড়াইয়ে কোহলির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন কিউই ব্যাটার ড্যারিল মিচেল।

সিংহাসনে ফেরার সেই ইনিংস

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৯১ বলে ৯৩ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন কোহলি। এই এক ইনিংসেই কপাল পুড়েছে রোহিতের। সাম্প্রতিক সময়ে স্বপ্নের ফর্মে থাকা কোহলির শেষ পাঁচ ওয়ানডে ইনিংস ছিল যথাক্রমে— ৭৪*, ১৩৫, ১০২, ৬৫* এবং সর্বশেষ ৯৩ রান। এই ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই ক্যারিয়ারে ১১তম বারের মতো র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন তিনি।

রেকর্ডবুক ওলটপালট

২০১৩ সালের অক্টোবরে প্রথমবারের মতো ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটার হয়েছিলেন কোহলি। নতুন হালনাগাদ অনুযায়ী, এখন পর্যন্ত সব মিলিয়ে ৮২৫ দিন শীর্ষস্থানে কাটালেন তিনি, যা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রেকর্ড। সর্বকালের তালিকায় তিনি এখন ১০ নম্বরে। এই তালিকায় ২ হাজার ৩০৬ দিন শীর্ষে থেকে সবার উপরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস।

পয়েন্টের লড়াই যখন সমানে সমান

বর্তমানে শীর্ষ তিনে থাকা ব্যাটারদের মধ্যে ব্যবধান খুবই সামান্য। কোহলির বর্তমান রেটিং পয়েন্ট ৭৮৫। অন্যদিকে, প্রথম ওয়ানডেতে ৮৪ রান করে র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরে উঠে এসেছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, যার পয়েন্ট ৭৮৪। অর্থাৎ, কোহলির চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে তিনি।

শীর্ষস্থান হারিয়ে তিনে নেমে যাওয়া রোহিত শর্মার পয়েন্ট ৭৭৫। প্রথম ওয়ানডেতে মাত্র ২৬ রান করায় তার এই অবনমন। সিরিজের পরবর্তী ম্যাচগুলোতেই এই অবস্থানে বড় ধরনের রদবদল আসার প্রবল সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version