Connect with us

খেলাধুলা

রোহিতকে সরিয়ে ফের ওয়ানডে সিংহাসনে কোহলি

Published

on

ওয়ানডে ক্রিকেটে আবারও শুরু হলো ‘বিরাট’ রাজত্ব। নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলে অধিনায়ক রোহিত শর্মাকে টপকে আইসিসি ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন বিরাট কোহলি। তবে সিংহাসন দখলের এই লড়াইয়ে কোহলির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন কিউই ব্যাটার ড্যারিল মিচেল।

সিংহাসনে ফেরার সেই ইনিংস

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৯১ বলে ৯৩ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন কোহলি। এই এক ইনিংসেই কপাল পুড়েছে রোহিতের। সাম্প্রতিক সময়ে স্বপ্নের ফর্মে থাকা কোহলির শেষ পাঁচ ওয়ানডে ইনিংস ছিল যথাক্রমে— ৭৪*, ১৩৫, ১০২, ৬৫* এবং সর্বশেষ ৯৩ রান। এই ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই ক্যারিয়ারে ১১তম বারের মতো র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন তিনি।

রেকর্ডবুক ওলটপালট

২০১৩ সালের অক্টোবরে প্রথমবারের মতো ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটার হয়েছিলেন কোহলি। নতুন হালনাগাদ অনুযায়ী, এখন পর্যন্ত সব মিলিয়ে ৮২৫ দিন শীর্ষস্থানে কাটালেন তিনি, যা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রেকর্ড। সর্বকালের তালিকায় তিনি এখন ১০ নম্বরে। এই তালিকায় ২ হাজার ৩০৬ দিন শীর্ষে থেকে সবার উপরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস।

পয়েন্টের লড়াই যখন সমানে সমান

বর্তমানে শীর্ষ তিনে থাকা ব্যাটারদের মধ্যে ব্যবধান খুবই সামান্য। কোহলির বর্তমান রেটিং পয়েন্ট ৭৮৫। অন্যদিকে, প্রথম ওয়ানডেতে ৮৪ রান করে র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরে উঠে এসেছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, যার পয়েন্ট ৭৮৪। অর্থাৎ, কোহলির চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে তিনি।

শীর্ষস্থান হারিয়ে তিনে নেমে যাওয়া রোহিত শর্মার পয়েন্ট ৭৭৫। প্রথম ওয়ানডেতে মাত্র ২৬ রান করায় তার এই অবনমন। সিরিজের পরবর্তী ম্যাচগুলোতেই এই অবস্থানে বড় ধরনের রদবদল আসার প্রবল সম্ভাবনা রয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলাধুলা

অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

Published

on

By

ক্রিকেটাররা খেলা বর্জন করায় অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চলতি আসর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতেই আনুষ্ঠানিকভাবে ফ্রাঞ্চাইজিদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হবে বলে জানা গেছে।

বিপিএল স্থগিতের তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ইফতেখার মিঠু।

আজ সন্ধ্যা ৬টায় ঢাকা পর্বের প্রথম দিনে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটানসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়রসের মাঠে নামার কথা ছিল।ক্রিকেটারদের বয়কটের কারণে সেই ম্যাচটি হয়নি। এর আগে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার দুপুরের ম্যাচটিও একই কারণে অনুষ্ঠিত হয়নি।

গতকাল ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে খেলা বয়কটের আলটিমেটাম দেন ক্রিকেটাররা। আজ তাকে বিসিবির অর্থ বিভাগের প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তবে তিনি বোর্ড পরিচালকের পদ না ছাড়লে ক্রিকেটাররা মাঠে নামবেন না বলে জানিয়ে দিয়েছেন।

Continue Reading

খেলাধুলা

বিসিবির পরিচালকের বিতর্কিত ও মানহানিকর মন্তব্যের প্রতিবাদ, পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা

Published

on

By

বিসিবির পরিচালক এম নজমুল ইসলামের বিতর্কিত ও মানহানিকর মন্তব্যের প্রতিবাদে পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেটারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) জানিয়েছে, নাজমুল ইসলাম পদত্যাগ না করলে বা তাকে বোর্ড থেকে অপসারণ না করা হলে তারা বিপিএলে অংশ নেবেন না।

এই সিদ্ধান্তের ফলে বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকা বিপিএলের দুটি ম্যাচ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্ধারিত সময়ে কোনো দলের ক্রিকেটারই হোটেল ছাড়েননি এবং সবাই টিম হোটেলেই অবস্থান করছেন।এর আগে ক্রিকেটারদের পারিশ্রমিক, পারফরম্যান্স ও জাতীয় দলের সিদ্ধান্ত নিয়ে নাজমুল ইসলামের একাধিক মন্তব্যে ক্রিকেট অঙ্গনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এসব বক্তব্যকে ‘অগ্রহণযোগ্য ও অপমানজনক’ উল্লেখ করে কোয়াব তাৎক্ষণিকভাবে পদত্যাগের আল্টিমেটাম দেয়।

বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, নাজমুল ইসলামের মন্তব্য তার ব্যক্তিগত মতামত এবং বোর্ড এ ধরনের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছে। তবে ক্রিকেটারদের আন্দোলনের কারণে বিপিএলের ভবিষ্যৎ নিয়ে সংকট এখনো কাটেনি।

Continue Reading

খেলাধুলা

পাঁচ বছর পর শীর্ষে কোহলি

Published

on

By

ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত সময় কাটাচ্ছেন বিরাট কোহলি। টানা পাঁচ ম্যাচে অন্তত পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার সুফল পেলেন ভারতের এই তারকা ব্যাটার। প্রায় পাঁচ বছর পর আইসিসি ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন কোহলি।

বুধবার (১৪ জানুয়ারি) আইসিসি প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদে দেখা যায়, পুরুষদের ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে এক নম্বর থেকে তিনে নেমে গেছেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা।

তার জায়গা দখল করেছেন বিরাট কোহলি। আর তিন নম্বর থেকে দুইয়ে উঠে এসেছেন নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল।
সবশেষ ২০২১ সালে ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন কোহলি। এরপর দীর্ঘ সময় শীর্ষস্থান দখলে রাখেন পাকিস্তানের বাবর আজম।

২০২২ সালে এক পর্যায়ে সেরা দশ থেকেও ছিটকে যান কোহলি। তবে ২০২৩ সাল থেকে শুরু হয় তার দুর্দান্ত প্রত্যাবর্তন। ২০২৫ সালের শেষ দিকে দুই নম্বরে ওঠার পর এবার রোহিত শর্মাকে টপকে আবারও এক নম্বরে জায়গা করে নিলেন তিনি।
কোহলি ছাড়া ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে বড় কোনো পরিবর্তন নেই।

ভারতের কেএল রাহুল ও শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা এক ধাপ করে এগিয়েছেন। রাহুল বর্তমানে ১১তম এবং নিসাঙ্কা রয়েছেন ১৪তম স্থানে।
বাংলাদেশি ব্যাটারদের মধ্যে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সেরা অবস্থানে আছেন তাওহীদ হৃদয়। ৫৬৪ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ৩৩ নম্বরে। আর নাজমুল হোসেন শান্ত রয়েছেন ৪১তম স্থানে, যিনি শীর্ষ ৫০-এর মধ্যে থাকা আরেক বাংলাদেশি ব্যাটার।

এদিকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশ বোলার ও অলরাউন্ডারদের তালিকায় কোনো পরিবর্তন আসেনি। বোলারদের মধ্যে শীর্ষে আছেন আফগানিস্তানের রশিদ খান। আর অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন আরেক আফগান তারকা আজমাতুল্লাহ ওমরজাই।

Continue Reading

Trending