top1

শুরু হলো ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা: ফ্রিতে প্রবেশের সুযোগ পাচ্ছেন যারা

Published

on

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে পর্দা উঠলো ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ)। শনিবার বেলা ১১টার দিকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হওয়ায় পূর্বনির্ধারিত ১ জানুয়ারির পরিবর্তে আজ ৩ জানুয়ারি মেলার উদ্বোধন করা হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা জানান, এবারের মেলায় পরিবেশ রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। মেলা প্রাঙ্গণে পলিথিন ব্যাগ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

মেলায় যা থাকছে:

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, এবারের আসরে ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়াসহ মোট ১১টি বিদেশি প্যাভিলিয়ন অংশ নিচ্ছে। দেশি-বিদেশি উদ্যোক্তাদের জন্য মেলায় বরাদ্দ দেওয়া হয়েছে ৩২৪টি স্টল।

টিকিট ও প্রবেশাধিকার:

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকবে। মেলায় প্রবেশের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে:

বড়দের জন্য: ৫০ টাকা

শিশুদের জন্য: ২৫ টাকা

তবে বীর মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ব্যক্তি এবং জুলাই বিপ্লবে আহতরা যথাযথ পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে কোনো টিকিট ছাড়াই মেলায় প্রবেশের সুযোগ পাবেন।

দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বিআরটিসি শাটল বাসের ব্যবস্থা রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version