top1

সাড়ে ৩ ঘণ্টার আগুনে পুড়ছে কড়াইল বস্তি

Published

on

ঢাকার মহাখালীতে কড়াইল বস্তির ভয়াবহ আগুন প্রায় সাড়ে ঘণ্টা ধরে জ্বলছে। ফায়ার সার্ভিস একের পর এক ইউনিট বাড়িয়েও তা নিয়ন্ত্রণে আনতে পারেনি।

মঙ্গলবার রাত ৯টার দিকেও সেখানে আগুন জ্বলতে দেখা যায়। ওই বস্তির অনেকগুলো ঘর তখনও পুড়ছিল দাউ দাউ আগুনে।

ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের পাশাপাশি স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করছেন। তবে আগুন আশপাশে ছড়িয়ে পড়তে দেখা গেছে।

ভয়াবহ এ আগুনে নিজের ঘর আর সহায় সম্বল পুড়তে দেখে হতবাক হয়ে পড়েছেন সেখানকার বাসিন্দারা।

মঙ্গলবার বিকাল ৫টা ২২ মিনিটে ওই বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ প্রথমে সাতটি ইউনিট সেখানে আগুন নেভানোর কাজে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন। সাড়ে ৬টার দিকে পর্যায়ক্রমে ইউনিট সংখ্যা বাড়িয়ে ১৬টি করার তথ্য দেন আরেক কর্মকর্তা।

রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের আরেক কর্মকর্তা শাহজাহান সিকদার এক বার্তায় জানান, আরও তিনটি ইউনিট সেখানে যোগ দিয়েছে। এ নিয়ে ১৯টি ইউনিট কাজ করছে।

রাত ৯টার দিকেও বস্তিতে আগুন ক্রমান্বয়ে বাড়তে দেখা গেছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

রাজধানীর অভিজাত এলাকা গুলশান ও বনানী লাগোয়া প্রায় ৯০ একর জায়গার ওপর ১০ হাজার ঘর রয়েছে এই বস্তিতে। যেখানে প্রায়ই অগ্নিকাণ্ডে ঘটে।

চলতি বছরের ২১ শে ফেব্রুয়ারি মধ্যরাতে ওই বস্তিতে লাগা আগুনে পুড়ে যায় অন্তত ডজনখানেক ঘর। গেল বছরের ২৪ মার্চ ও ১৮ ডিসেম্বরেও আগুনে পুড়ে কড়াইল বস্তি।

প্রায় প্রতিবারই অগ্নিনির্বাপক বাহিনী জানিয়েছে, বস্তিতে ঢোকার রাস্তা সংকীর্ণ হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে বেগ পেতে হয়। টিন, বাঁশ, কাঠের ঘরগুলো গায়ে গা লাগিয়ে ওঠানো হয়েছে; যার কারণে এখানে আগুন লাগলে দ্রুত ছড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version