বিনোদন

সিনেমার চরিত্র থেকে ক্যাটরিনা-ভিকি যুগলের সন্তানের নাম!

Published

on

সন্তান জন্মের পর কেটে গেছে এক মাসেরও বেশি সময়। মা হয়েছেন ক্যাটরিনা কাইফ, বাবা ভিকি কৌশল। তবু এতদিন ধরে সন্তানের নাম বা কোনও ছবি প্রকাশ্যে আনেননি তারা। 

স্বাভাবিকভাবেই ভক্তদের আগ্রহ ও জল্পনা ক্রমশ বেড়েই চলেছিল।

অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটালেন এই বলিউড দম্পতি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের নাম জানিয়ে দিয়েছেন ভিকি–ক্যাটরিনা। মুখ আড়ালেই রেখেছেন, তবে শেয়ার করেছেন সন্তানের নরম হাতের একটি ছবি, যেটুকুতেই আপ্লুত অনুরাগীরা।

তাদের ছেলের নাম রাখা হয়েছে বিহান কৌশল। নামের অর্থও জানিয়েছেন ক্যাটরিনা নিজেই। ‘বিহান’ শব্দের অর্থ সকাল বা ভোর। পোস্টে সন্তানকে তারা বর্ণনা করেছেন তাদের ‘আলোর সূত্র’ হিসেবে, যেন জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা।

এর মধ্যেই ভারতীয় গণমাধ্যমে শুরু হয়েছে আরেক আলোচনা। অনেকের মতে, এই নামের পেছনে রয়েছে ভিকি কৌশলের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমা ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। ওই ছবিতে ভিকি অভিনয় করেছিলেন মেজর বিহান শেরগিল চরিত্রে। যে ভূমিকাই তাকে জাতীয় পর্যায়ে আলাদা পরিচিতি এনে দেয়। সেই চরিত্রের স্মৃতিই হয়তো প্রথম সন্তানের নামকরণে প্রভাব ফেলেছে, এমনটাই মনে করছেন অনুরাগীরা।

ভিকি নিজেও অতীতে একাধিকবার বলেছেন, ‘উরি’ তার জীবনের মোড় ঘোরানো ছবি। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে ছেলের নাম নিয়ে প্রশ্ন করা হলে তিনি রহস্য বজায় রেখে শুধু বলেছিলেন, সময় এলে সবাই জানতে পারবে।

এখন বাবা হিসেবে এক মাসেরও বেশি সময় পার করেছেন ভিকি। তার কথায়, এই অনুভূতির জন্য তিনি প্রস্তুত ছিলেন না। এখনও প্রতিদিন নতুন করে শিখছেন বাবা হওয়ার মানে। তবে একটি পরিবর্তন তিনি স্পষ্টভাবে টের পাচ্ছেন- কাজ শেষে বাড়ি ফেরার তাড়া এখন আর অভ্যাস নয়, দায়িত্ব।

ভিকির মতে, প্রতিটি দিনই নতুন, প্রতিটি মুহূর্তই শেখার। ধীরে ধীরে বদলে যাচ্ছে জীবন, বদলাচ্ছে অগ্রাধিকার।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version