top1

অঝোরে কাঁদলেন রুমিন ফারহানা, যা বললেন

Published

on

কর্মী-সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার চুনটা ইউনিয়নের রসুলপুর গ্রামে আয়োজিত এক উঠান বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি অঝোরে কাঁদতে থাকেন।

রুমিন ফারহানা বলেন, আপনারা যেভাবে আমাকে বরণ করে নিয়েছেন, আমি সাধারণত দৃঢ় মনের মানুষ। কিন্তু আজ আমার চোখে পানি চলে এসেছে। মনে হচ্ছে, আমার বাবা ও দাদা-দাদির দোয়ার কারণেই আমি এত সম্মান ও ভালোবাসা পাচ্ছি। তবে এত ভালোবাসা পাওয়ার যোগ্য আমি নই।

তিনি বলেন, সরাইল-আশুগঞ্জের মানুষ আমার প্রতি যে ভালোবাসা, আস্থা ও বিশ্বাস রেখেছেন, আল্লাহর কাছে দোয়া করি—তিনি যেন আমাকে এই আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখার তাওফিক দেন।

তিনি নির্বাচিত হয়ে সংসদ সদস্য হতে পারলে সরাইল ও আশুগঞ্জকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। তার বক্তব্যে উপস্থিত এলাকাবাসীর মাঝেও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version