জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘আজকে আমাদের বড় অর্জন বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক দলের পারস্পরিক অবস্থান জানার সুযোগ সৃষ্টি হয়েছে। পারস্পরিক আলোচনা হয়েছে।’
আজ (১৮ জুন) জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক শেষে এসব মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) নিয়ে আলোচনা করতে গিয়ে দেখেছি— এ ধরনের প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ দেবে। রাজনৈতিক দলগুলো এ ধরনের প্রতিষ্ঠান অনুভব করে কি না। তাদের দিক থেকে সেই তাগিদ আছে কি না। দু-একটি দলের সঙ্গে নীতিগত মতপার্থক্য থাকলেও অধিকাংশ দল মনে করে এ ধরনের প্রতিষ্ঠান দরকার। বেশ কয়েকটি দল একমত হয়নি।’