আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারেই আছেন এবং সুস্থ আছেন—এ তথ্য নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ। বুধবার দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে তাকে নাকি গোপনে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে। এ ধরনের খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে তারা জানায়, ইমরান খানকে অন্য কোনো স্থানে নেওয়া হয়নি। তিনি প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছেন, তার শারীরিক অবস্থাও স্থিতিশীল। অসুস্থতা বা স্থানান্তর—উভয় দাবিকেই ভুল বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।
২০২২ সালের অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর দুর্নীতি, সেনাবাহিনীর সদরদপ্তরে হামলা ও রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসসহ নানা অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। ২০২৩ সালে নাটকীয় পরিস্থিতিতে তাকে গ্রেপ্তার করা হয়। একবার মুক্তি পেলেও পুনরায় গ্রেপ্তার হয়ে সেই বছরের আগস্ট থেকে তিনি কারাগারে রয়েছেন।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, কারাগারে ইমরান খানকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে। তার কথায়, ইমরান খানের জন্য যেসব খাবার সরবরাহ করা হয়, সেগুলো পাঁচ তারকা হোটেলের মেন্যুকেও ছাড়িয়ে যায়। তিনি কারাগারে টেলিভিশন ব্যবহার করতে পারেন, নিজের পছন্দমতো চ্যানেল দেখতে পারেন এবং ব্যায়ামের সরঞ্জামও আছে তার কাছে। এমনকি তাকে ডাবল বেডের ব্যবস্থা পর্যন্ত দেওয়া হয়েছে বলে দাবি করেন আসিফ।
সূত্র: জিও টিভি