জাতীয়

কক্সবাজার-২: মসজিদে বিশেষ দোয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ড. হামিদ

Published

on

নিজস্ব প্রতিবেদক

বাবার স্মৃতি ও নিজের শৈশব–কৈশোরের স্মৃতিবিজড়িত স্থান মাতারবাড়ি আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসা মসজিদে বিশেষ দোয়ার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার–২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের ১০ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার প্রথম দিনে মহেশখালীর মাতারবাড়ি আজিজিয়া মাদ্রাসা প্রাঙ্গন থেকে প্রচারণা শুরু করেন তিনি।

এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার দৃঢ় বিশ্বাস এই আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবো ইনশাআল্লাহ। জুলাই স্পিরিটকে ধারণ করে হ্যাঁ ভোটের মাধ্যমে আমরা হাঁটব, আর যেন এ দেশে বৈষম্য না হয়। দেশ গড়তে হলে আমার তরুণদেরকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে।

তিনি আরও বলেন, আজ প্রচারণা শুরু, বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনের জন্য সবসময় প্রস্তুতি নিয়ে থাকেন। মহেশখালী কুতুবদিয়া কক্সবাজার-২ আসনে প্রায় ৪ লক্ষ ভোটার আছে। প্রতিটি ভোটারের কাছে পৌঁছাতে আমাদের নারী পুরুষ ছাত্র সমাজ সবাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তাদের থেকে খোঁজ নিয়ে জানতে পেরেছি- এবার জনগণের বিপুল পরিমাণ সাড়া পাচ্ছি, তারা ১০ দলীয় জোট থেকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রচারণায় স্থানীয় নেতাকর্মীও উপস্থিত ছিলেন। বর্তমান জনসংযোগে ব্যস্ত পার করছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version