রাজধানীর ফকিরাপুলে গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি।
শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ জুমআ তাকে গুলি করা হয়। এই মুহূর্তে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে
জানা যায়, প্রচারণা চালানোর সময় মোটরসাইকেল থেকে ইনকিলাব মঞ্চের সমন্বয়ক হাদীকে উদ্দেশ্য করে গুলি ছোঁড়া হয়। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেল কলেজে নেয়া হয়। তার জন্য অতি দ্রুত বি নেগেটিভ B (-ve) রক্তের প্রয়োজন।
শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘আমরা গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি৷ কিন্তু কোথায় হয়েছে জানি না৷ আমরা মাত্র খবর পেয়ে ঢাকা মেডিকেলে পুলিশ পাঠিয়েছি।’
তার শারীরিক অবস্থা এখন কেমন, সে বিষয়ে চিকিৎসকদের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
আব্দুল্লাহ আল নোমান নামে এক প্রত্যক্ষদর্শী জানান, তাকে পল্টন এলাকায় মোটরসাইকেল থেকে গুলি করা হয়েছে। হাদি মাথায় গুলিবিদ্ধ হয়েছেন।
বিস্তারিত আসছে……