ক্যাম্পাস

জকসু: প্রধান ফটকে ছাত্রদল সভাপতি রাকিবের নেতৃত্বে নেতাকর্মীদের অবস্থান

Published

on

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা চলছে। এ উপলক্ষে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীত পাশে অবস্থান নিয়েছেন।

বুধবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে নেতাকর্মীদের নিয়ে এই অবস্থান নিতে দেখা যায়।

উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষার পর প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশের প্রক্রিয়া চলছে। ফলাফল ঘোষণা উপলক্ষে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত হন।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই বিএনপি ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে ছাত্রদল সভাপতি রাকিব বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতাকর্মী বলেন, “আমরা জকসু নির্বাচনের ফলাফল জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ফলাফল ঘোষিত হওয়ার পর আমরা বিজয় মিছিল নিয়ে ফিরে যাব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version