Connect with us

খেলাধুলা

ট্রাম্পকে ‘শান্তির বার্তার’ জার্সি উপহার রোনালদোর

ইসরায়েল-ইরান যুদ্ধের মাঝেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তির বার্তা পাঠিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের হয়ে খেলা ৭ নম্বর জার্সিতে সেই বার্তা পাঠিয়েছেন ‘সিআর সেভেন’।

রোনালদোর জার্সিটি ট্রাম্পকে উপহার দেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ও ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা। ৪০ বছর বয়সী স্ট্রাইকার তার সই করা জার্সিতে লিখেছেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পকে, শান্তির জন্য খেলছেন।

জি-৭ সম্মেলনে জার্সি উপহার পাওয়ার পর ট্রাম্প প্রতি উত্তরে বলেছেন, ‘ওহ, ভালো লেগেছে। শান্তির জন্য খেলা। দারুণ!’ জার্সি গ্রহণের সেই ভিডিও পরে সামাজিক মাধ্যমে পোস্ট করেন তার বিশেষ সহকারী ও যোগাযোগ উপদেষ্টা মারগো মার্টিন জার্সি।

গত সোমবার কানাডার আলবার্টার কানানাসকিসের জি৭ সম্মেলন বিশেষ জার্সিটি ‍উপহার হিসেবে পেলেও সম্মেলন শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্রে ফেরেন ট্রাম্প।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2025. powered by All Time News.