ক্যাম্পাস

নড়াইল জেলা সমিতি রাজশাহীর নেতৃত্বে দীপু-তাজ

Published

on

রাবি প্রতিনিধি 

সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ‘নড়াইল জেলা সমিতি, রাজশাহী’- এর ২০২৫-২৬ মেয়াদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। নবনির্বাচিত এই কমিটিতে দীপু বিশ্বাস সভাপতি এবং মো. তাজিউর রহমান তাজ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। 

সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসান ইমাম, পুষ্পিতা দাশ, নিসর্গ দেব নিলয়, সাদিয়া সুলতানা বৃষ্টি ও ফারজানা মিম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো: ওয়াজিউল্লাহ তামিম বিল্লাহ, মুয়াজ বিন মুহাম্মাদ এবং প্রাপ্ত বিশ্বাস।

সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সিয়াম আল ফরহাদ, প্রান্ত কুমার দাশ, মারিয়া ইসলাম শানু, অপু সরকার, আবু বক্কর টিটো, প্রসূন সাগর সেঁজুতি, তাসনিন রহমান মিম, ফারহান সাদিক জিয়াদ, বি.এম. নাইমুল হক অর্ণব। এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে তাইফুজ্জামান তপু এবং সহ-কোষাধ্যক্ষ হিসেবে লিয়া মেহেরা মনোনীত হয়েছেন।

প্রচার ও মিডিয়া বিষয়ক কাকলী খানম, উপ-প্রচার ও মিডিয়া বিষয়ক সিফাত তরফদার। দপ্তর সম্পাদক শাহরিয়ার আলম শিহাব, উপ-দপ্তর সম্পাদক সেতাব ঘোষ, পাঠচক্র বিষয়ক সম্পাদক আবিদা সুলতানা, উপ-পাঠচক্র বিষয়ক সম্পাদক অনন্যা রায়, ক্রীড়া বিষয়ক সম্পাদক প্রীতম ঘোষ, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাকিব। আইটি বিষয়ক সম্পাদক সালমান আবির, উপ-আইটি বিষয়ক সম্পাদক ওসামা হোসেন নাহিদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পূজা বিশ্বাস, উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক শেফা তাসফিয়া, ছাত্রী বিষয়ক সম্পাদক মার্জিয়া ইমু, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক আঁখি কুন্ডু নীলা, পাঠাগার বিষয়ক সম্পাদক রিমন শেখ, উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক বায়েজিদ মোল্লা, সমাজসেবা বিষয়ক সম্পাদক সৌমিক দাশ, উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক সাকিব আদিত্য, গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাদিয়া খাতুন, উপ-গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আরাফাত রহমান।

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে আছেন তাসনিয়া বিনতে ইউসুফ, মো. নাজমুস সাকিব সিয়াম, প্লাবন সাহা, মিনহাজুর রহমান, জয়দেব ঘোষ, তুরজাউন মোল্লা, সৌরভ বিশ্বাস, অনিক পাল, মঈনুল ইসলাম জিসান, অভিক পাল, মো: ইয়াসিন গাজী।

উল্লেখ্য, ‘নড়াইল জেলা সমিতি, রাজশাহী’- নগরীর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), রাজশাহী প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) এ অধ্যায়নরত নড়াইলস্থ শিক্ষার্থীদের একটি সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version