ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকায় “তীব্র ও তাৎক্ষণিক” সামরিক হামলার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের পরপরই ইসরায়েলি বিমান বাহিনী গাজায় ব্যাপক বোমা হামলা শুরু করে।
নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে, হামাসের বিরুদ্ধে যুদ্ধ জোরদার করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ তারা সাম্প্রতিক যুদ্ধবিরতির “স্পষ্ট লঙ্ঘন” করেছে বলে অভিযোগ করা হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস দাবি করেছে, ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর ইসরায়েল
১২৫টি লঙ্ঘন করেছে এবং এতে অন্তত ৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আল জাজিরার গাজা সিটি থেকে প্রতিবেদনে বলা হয়েছে, শহরের আকাশে এখনও বিস্ফোরণ ও ড্রোনের শব্দ শোনা যাচ্ছে, যা যুদ্ধবিরতির ভঙ্গুর অবস্থার ইঙ্গিত দেয়। গাজায় চলমান ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৬৮,৫২৭ জন নিহত এবং ১,৭০,৩৯৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে, সিএনএন জানিয়েছে, নেতানিয়াহুর নির্দেশের পর ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় নতুন করে হামলা শুরু করেছে। এই হামলার কারণ হিসেবে বলা হয়েছে, হামাসের পক্ষ থেকে ফেরত দেওয়া মৃতদেহগুলোর মধ্যে ১৩ জন নিখোঁজ ইসরায়েলি জিম্মির কারও দেহাবশেষ ছিল না, যা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের প্রমাণ হিসেবে দেখছে ইসরায়েল।
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। গাজা উপত্যকায় মানবিক সংকট আরও গভীর হচ্ছে এবং যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে।
সূত্র:(আল জাজিরা/সিএনএন)