top1

পরমাণু কর্মসূচী নিয়ে চীন, রাশিয়া ও ইরানের ত্রীপক্ষীয় বৈঠক

ছবি -সংগৃহীত

Published

on

আন্তর্জাতিক ডেস্ক 

আসন্ন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বোর্ড সভার আগে পরমাণু কর্মসূচী নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক করেছে রাশিয়া, ইরান ও চীন। সূত্র -বার্তা সংস্থা মেহেরের।

গত বুধবার (৫ নভেম্বর টেলিগ্রামে দেয়া এক বার্তায় রাশিয়ার প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেন, ইরানের পারমাণবিক ইস্যুতে আরেক দফা ত্রিপক্ষীয় আলোচনা করেছি আমরা। বৈঠকে আমাদের অবস্থানগুলো সমন্বয় করেছি এবং আগামী ১৯ থেকে ২১ নভেম্বর অনুষ্ঠিতব্য আইএইএ বোর্ড অব গভর্নর্স সভাকে সামনে রেখে পরস্পরের মতামত বিনিময় করেছি।

বোর্ড অব গভর্নরদের আসন্ন অধিবেশন ১৯ থেকে ২১ নভেম্বর ভিয়েনা আন্তর্জাতিক কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, তেহরান পারমাণবিক ইস্যুর বাইরে ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনায় অংশ নেবে না। ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক বিষয়ে ইরানের স্পষ্ট অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি।

তিনি আরোও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র পূর্বের আলোচনা গুলোতে ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক বিষয় গুলোকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছে। তবে এই বিষয়গুলোতে ইরানের অবস্থান সবসময় স্পষ্ট। এবিষয়ে কোনো আলোচনা হবে না। ইরান ও ওমানের মধ্যে গঠনমূলক দ্বিপক্ষীয় সংলাপ চলমান আছে বলেও জানান আরাগচি। তিনি উল্লেখ করেন, তেহরান ও মাসকাটে প্রতি ছয় মাস অন্তর এসব পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version