নিজস্ব প্রতিবেদক
বিডিআর বিদ্রোহের ঘটনায় দলগতভাবে আওয়ামী লীগের সম্পৃক্ততা পাওয়ার কথা জানিয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার দুদিন আগেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পিলখানায় না যাওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছিল।
২০০৯ সালে পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমান বিজিবি) সদর দপ্তরে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দলগতভাবে আওয়ামী লীগের সম্পৃক্ততা পেয়েছে ‘জাতীয় স্বাধীন তদন্ত কমিশন’। দীর্ঘ ১১ মাস তদন্ত শেষে গত রোববার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া প্রতিবেদনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্টতার কথাও উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে উঠে এসেছে, ২৫ ফেব্রুয়ারি পিলখানায় দরবার হলের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও শেখ হাসিনা কেন যাননি। ১৮ নম্বর কয়েদি সাক্ষী মোহাম্মদ আব্দুল মতিনের জবানবন্দিতে এ বিষয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।
জবানবন্দির বরাতে প্রতিবেদনে বলা হয়, বিডিআর সদর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোস্তাক ২৫ ফেব্রুয়ারির দু-একদিন আগেই তৎকালীন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত দেহরক্ষী মেজর (অব.) শোয়েব মো. তারিক উল্লাহকে সতর্ক করেছিলেন। তিনি মেজর শোয়েবকে বলেছিলেন, ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী যেন পিলখানায় না আসেন।
সাক্ষী মতিন জানান, মেজর শোয়েব পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারেন যে, শেখ হাসিনা আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন তিনি ২৫ ফেব্রুয়ারি পিলখানায় যাবেন না।
সোহেল তাজের ইউনিফর্ম ও কৌতূহল
তদন্ত প্রতিবেদনে বিডিআর সদর দপ্তরে কর্মরত দরজি আকাশের জবানবন্দিও তুলে ধরা হয়েছে। সেখানে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজের জন্য ইউনিফর্ম বানানোর একটি ঘটনার উল্লেখ রয়েছে।
আকাশ জানান, ২০০৯ সালের ১৭ ফেব্রুয়ারি সদর রাইফেল ব্যাটালিয়নের মেজর মোস্তাকের নির্দেশে তিনি সোহেল তাজের শরীরের মাপ নিতে তার দপ্তরে যান। এ সময় বিডিআর বিদ্রোহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ডিএডি তৌহিদ তার সঙ্গে ছিলেন। মাপ নেওয়ার কিছুদিন পরই ইউনিফর্ম তৈরি করে তিনি সোহেল তাজের দপ্তরে পৌঁছে দেন।
দরজি আকাশের ভাষ্যমতে, সোহেল তাজের জন্য বানানো ওই ইউনিফর্মে কোনো র্যাংক ব্যাজ লাগানো ছিল না, তবে ‘ডিপ সাইন’ ছিল। ইউনিফর্ম পৌঁছে দেওয়ার দিন প্রতিমন্ত্রীর সঙ্গে তার দেখা হয়নি।
জবানবন্দিতে আকাশ আরও বলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্যারেড দেখতে আসবেন বলে নিজের জন্য ইউনিফর্ম বানাচ্ছেন—এমন ‘অভূতপূর্ব’ ঘটনা জানাজানি হলে তৎকালীন সেনা কর্মকর্তাদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। হত্যাকাণ্ডে শহিদ কর্নেল আনিস ও মেজর হুমায়ুনসহ অনেকেই তখন ইউনিফর্মটি দেখেছিলেন।
প্রেক্ষাপট
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের নামে চালানো হয় নৃশংস হত্যাযজ্ঞ। ওই ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। বাংলাদেশের ইতিহাসের কলঙ্কজনক এই অধ্যায়টি তদন্তে বর্তমান অন্তর্বর্তী সরকার ‘জাতীয় স্বাধীন তদন্ত কমিশন’ গঠন করে। দীর্ঘ তদন্ত শেষে গত রোববার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করে কমিশন।