জাতীয়

প্রাথমিক শিক্ষকদের ৩ দিনের কর্মবিরতি, দেশের সব বিদ্যালয়ে পাঠদান বন্ধ

Published

on

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবিতে তিন দিনব্যাপী কর্মবিরতি শুরু করেছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে শুরু হওয়া এই কর্মবিরতি চলবে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পর্যন্ত। এতে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে।

প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের উদ্যোগে এই কর্মসূচি চালানো হয়েছে। সংগঠনের দাবি, সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে উন্নীত করা, শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা এবং ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা দূর করা। বহুদিনের আলোচনার পরও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় এই কর্মবিরতি শুরু করা হয়েছে।

সংগঠন জানিয়েছে, দাবি পূরণ না হলে ১১ ডিসেম্বর থেকে বার্ষিক পরীক্ষা বর্জন এবং লাগাতার অনশন শুরু করা হবে। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা বর্তমানে ৬৫ হাজার ৫৬৭টি এবং এখানে কর্মরত শিক্ষক ৩ লাখ ৮৪ হাজার। সহকারী শিক্ষকরা বলছেন, অন্যান্য সরকারি কর্মকর্তারা একই শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও তারা এখনো ১৩তম গ্রেডে রয়েছেন, যা তাদের অসন্তুষ্টির কারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version