top3

বদলে গেছে বাংলাদেশের সাথে সময়ের ব্যবধান

Published

on

ইউরোপের অধিকাংশ দেশে (সাধারণত অক্টোবরের শেষ রবিবার) ডে-লাইট সেভিং শেষ হওয়ায় বাংলাদেশের সঙ্গে তাদের সময় ব্যবধান এক ঘণ্টা বৃদ্ধি পেয়েছে। ফলে এখন বাংলাদেশের (UTC+6) ও প্রধান শহরগুলোর সম্ভাব্য নতুন সময়ান্তর নিম্নরূপ দ্রুত যাচাই করুন:

লন্ডন/লন্ডন টাইম: এখন GMT (বাংলাদেশ থেকে +6 ঘণ্টা)
প্যারিস/বার্লিন: এখন CET (বাংলাদেশ থেকে +5 ঘণ্টা)
নিউইয়র্ক/ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রে DST সাধারণত নভেম্বরের প্রথম রবিবারে শেষ হয় — যদি শেষ হয়ে থাকে বাংলাদেশ থেকে +11 ঘণ্টা, নাহলে +10 ঘণ্টা; নিশ্চিত করতে আপনার ক্যালেন্ডার চেক করুন।
লস অ্যাঞ্জেলেস ও পশ্চিমী মার্কিন শহরগুলোতেও একইভাবে ১ ঘণ্টার বদল প্রযোজ্য হবে (DST শেষ হলে বাংলাদেশ থেকে +১৪ ঘণ্টা ইত্যাদি)।
এশিয়া ও রাশিয়ার অধিকাংশ শহরের সময় অপরিবর্তিত থাকে (উদাহরণ: নয়াদিল্লি, বেইজিং, টোকিও)।
তৎক্ষণিক করণীয় (সব ব্যবহারকারীর জন্য প্রয়োজনীয়):

কাজের ক্যালেন্ডার এবং মিটিং ইনভাইটে টাইমজোন স্পষ্ট করে দিন; আন্তর্জাতিক মিটিং পুনরায় কনফার্ম করুন।
অনলাইন ক্লাস, ইন্টারভিউ ও ট্রেডিং সেশন শিডিউল যাচাই করে নিন।
ফ্লাইট-টিকিট, ব্যাংকিং ট্রানজেকশন ও অনলাইন ইভেন্টের সময়-নোটিশ চেক করুন।
আইটি সিস্টেমে শিডিউলার ও ক্রনজবসমূহের টাইমজোন সেটিং পরীক্ষা করুন যাতে ব্যাকগ্রাউন্ড কাজ ব্যাহত না হয়।
ব্যবসায়িক অংশীদার ও ক্লায়েন্টদের আগে থেকে সময় পরিবর্তন জানিয়ে দিন।
সংক্ষেপে: DST শেষ হলে বাংলাদেশ-বিদেশ সময় ব্যবধান এক ঘণ্টা করে বাড়তে পারে—আপনি যেসব আন্তর্জাতিক কার্যক্রমে জড়িত আছেন সেগুলো এখনই যাচাই করে নিতে হবে যাতে বিভ্রান্তি ও ঝামেলা এড়ানো যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version