খেলাধুলা

বাংলাদেশের লিড পাঁচশোর কাছে, সেঞ্চুরির পথে মুমিনুল

Published

on

নিজস্ব প্রতিবেদক

আগের দিন ফিফটি করে সেঞ্চুরির সম্ভাবনা জাগানো সাদমান ইসলাম বেশিক্ষণ টেকেননি। দ্রুত ফিরে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। তবে মুমিনুল হকের সঙ্গে জুটি বেধে রান বাড়াচ্ছেন মুশফিকুর রহিম।

মিরপুর টেস্টের চতুর্থ দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৮০ রান। ইতোমধ্যে লিড হয়ে গেছে ৪৯১ রান। মুমিনুল ৭৯ ও শততম টেস্টে সেঞ্চুরি করা মুশফিক অপরাজিত আছেন ৪৪ রানে। মুশফিক অবশ্য আউট হতে পারতেন। ১৬ রানে সহজ ক্যাচ তুলে দিয়েছিলেন তিনি, ক্যাডে কারমাইকেল সেই ক্যাচ মুঠোয় জমাতে পারেননি। অ্যান্ডি ম্যাকব্রেইনের বলে স্লগ সুইপে স্কয়ার লেগে উঠা ক্যাচ পড়ে যাওয়ার পর নিজেকে সামলে নেন মুশফিক। আর কোন সুযোগ দেননি।

এই সেশনে খেলা হয়েছে ২৯ ওভার। তাতে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ যোগ করেছে আরও ১২৪ রান। তোলার গতি ভালো হলেও ইনিংস ঘোষণার কোন আভাস দেখা যাচ্ছে না।

আগের দিনের পুঁজির সঙ্গে আর ২০ রান যোগ করে ফেরেন সাদমান। অফ স্পিনার ম্যাকব্রিনের বলে এলবিডব্লিউ হন তিনি। রানে ভরা উইকেটে প্রথম ইনিংসের মতন দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ শান্ত। ৫ বলে ১ রান করে তিনি ক্যাচ দিয়ে ফেরেন পেসার জর্ডান নেইলকে।

১৭৪ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে আরও ১০৬ রান যোগ করেছেন মুমিনুল-মুশফিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version