top1

বিয়ারিং প্যাডের মান নিয়ন্ত্রণ-রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

Published

on

মেট্রোরেলের ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের মান নিয়ন্ত্রণ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটের শুনানি মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

সোমবার (২৭ অক্টোবর) ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন দেন। রিটের শুনানি বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে অনুষ্ঠিত হবে।

রিটে মেট্রোরেলের রক্ষণাবেক্ষণ কার্যক্রম সঠিকভাবে তদারকির জন্য একটি উচ্চক্ষমতাসম্পন্ন বিশেষজ্ঞ কমিটি গঠন করার নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি দেশের সব ফ্লাইওভারের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের ব্যাপারেও প্রয়োজনীয় দিকনির্দেশনার দাবি করা হয়েছে।

রিটকারীর আইনজীবী জানান, অতীতে মেট্রোরেল ও ফ্লাইওভারে যেসব দুর্ঘটনা ঘটেছে সেসবের বিবরণ আদালতে উপস্থাপন করা হবে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হবে।

এর আগে রোববার ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পিলার থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে আবুল কালাম নামে এক ব্যক্তি নিহত হন; আরও দুইজন আহত হন। ওই ঘটনার প্রেক্ষাপটে এই রিট দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version