বিসিবির পরিচালক এম নজমুল ইসলামের বিতর্কিত ও মানহানিকর মন্তব্যের প্রতিবাদে পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেটারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) জানিয়েছে, নাজমুল ইসলাম পদত্যাগ না করলে বা তাকে বোর্ড থেকে অপসারণ না করা হলে তারা বিপিএলে অংশ নেবেন না।
এই সিদ্ধান্তের ফলে বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকা বিপিএলের দুটি ম্যাচ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্ধারিত সময়ে কোনো দলের ক্রিকেটারই হোটেল ছাড়েননি এবং সবাই টিম হোটেলেই অবস্থান করছেন।এর আগে ক্রিকেটারদের পারিশ্রমিক, পারফরম্যান্স ও জাতীয় দলের সিদ্ধান্ত নিয়ে নাজমুল ইসলামের একাধিক মন্তব্যে ক্রিকেট অঙ্গনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এসব বক্তব্যকে ‘অগ্রহণযোগ্য ও অপমানজনক’ উল্লেখ করে কোয়াব তাৎক্ষণিকভাবে পদত্যাগের আল্টিমেটাম দেয়।
বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, নাজমুল ইসলামের মন্তব্য তার ব্যক্তিগত মতামত এবং বোর্ড এ ধরনের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছে। তবে ক্রিকেটারদের আন্দোলনের কারণে বিপিএলের ভবিষ্যৎ নিয়ে সংকট এখনো কাটেনি।