top2

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Published

on

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফারুক মিয়া (৬০) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ অক্টোবর) সকালে গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফারুক মিয়া ওই ইউনিয়নের এনু মিয়ার ছেলে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদ আহম্মেদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফারুক মিয়া একজন প্রান্তিক কৃষক। গতকাল রোববার সকালে তিনি জমিতে কাজ করতে যান। সেখানে পোকা দমনের জন্য বিষ প্রয়োগ করেছিলেন।

এরপর আর বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরদিন সকালে জমির পাশে একটি পুকুরপাড়ের গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা আকবর মিয়া বলেন, ফারুক মিয়া বিষ পানের পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন -এটি আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদ আহম্মেদ বলেন, পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version