টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলোদেশ-ভারত সিদ্ধান্ত জটিলতায় আইসিসির মাধ্যমে আয়ারল্যান্ডকে দেওয়া বিসিবির প্রস্তাবে অনড় আইরিশরা। ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই) তাদরে স্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছে যে, তারা শ্রীলংকার ভেন্যু থেকে সরে ভারতের মাঠে গিয়ে খেলবে না।
সিআই জানিয়েছে, আইসিসি তাদের ম্যাচ শ্রীলঙ্কা থেকে সরাবে না। আর এদিকে আয়ারল্যান্ডও জানিয়েছে তারা তাদের মূল গ্রুপ সি থেকে অন্য গ্রুপে যাবে না।
সংস্থাটির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘আমরা স্পষ্ট আশ্বাস পেয়েছি যে নির্ধারিত সূচি বদলাবে না। আমরা নিশ্চিতভাবে গ্রুপ পর্বের ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলব।’
এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ সি’তে রয়েছে- শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, ওমান ও আয়ারল্যান্ড।
অন্যদিকে বাংলাদেশ আছে গ্রুপ বি’তে। এই গ্রুপে রয়েছে-ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচ হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে।
আইপিএল থেকে মুস্তাফিজকে সরানো ইস্যুকে কেন্দ্র করে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ভারত সফরে যেতে অনিচ্ছুক। এ কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে গ্রুপ বদলের প্রস্তাব তোলে।
শনিবার ঢাকায় আইসিসির সঙ্গে বিসিবির ভার্চুয়াল বৈঠক হয়। এতে গ্রুপ পরিবর্তন ও ম্যাচের ভেন্যুর বিষয়টি আলোচনায় আসে।
তবে এই প্রস্তাব আইসিসি কিংবা আয়ারল্যান্ড কাউকেই সন্তুষ্ট করতে পারেনি। ফলে আয়ারল্যান্ডের অবস্থান বদলানোর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।