দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ৫৯ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
আজ বুধবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নেতাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কার হাওয়া নেতারা হলেন- দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা বিএনপির উপদেষ্টা আ ন ম বজলুর রশিদ, বিএনপির নির্বাহী কমিটি সদস্য এ জেড এম রেজয়ানুল হক, সৈয়দপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদ রিয়াদ আরাফান সরকার রানা, মহাদেবপুর উপজেলা বিএনপির সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, বিএনপি নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নাটোর জেলা বিএনপির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ, পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ইসফা খাইরুল হক শিমুল, লন্ডন জিয়া পরিষদের সহ-সভাপতি ব্যারিস্টার রেজাউল করিম, বিএনপি নির্বাহী কমিটির সদস্য কে এম আনোয়ারুল ইসলাম ও পাবনা জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।