আন্তর্জাতিক ডেস্ক
মালদ্বীপের রাজধানী মালেতে মালদ্বীপ পোর্টস লিমিটেড (এমপিএল) বন্দরের বাইরে একটি ল্যান্ডিং ক্রাফট উল্টে গেছে। এতে এমপিএলের এক কর্মী নিহত এবং ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন বিদেশি নাগরিক বলে জানা গেছে।
গত রবিবার (২ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এর পরপরই আহতদের মধ্যে তিনজনকে আইজিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আরও তিনজন আহতকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন।
চিকিৎসক সূত্র জানিয়েছেন, আহতদের চিকিৎসা চলছে। তবে তাদের আঘাতের মাত্রা এখনো নির্ধারণ করা যায়নি।
মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স (এমএনডিএফ) জানিয়েছে, নৌযানটি উল্টে যাওয়ার সময় ভেতরে একজন আটকা পড়েছিলেন। পরে কোস্ট গার্ডের ডুবুরিরা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেন।
পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।