স্টাফ রিপোর্টার, সিলেট:
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে অচেতন করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর ধর্ষণের লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী শিক্ষার্থী। পরে দু’জনকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত দুই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র শান্ত তারা আদনান ও স্বাগত দাশ পার্থ।
ক্যাম্পাস ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদের আগে সুরমা আবাসিক এলাকায় একটি মেসে ডেকে নিয়ে ওই নারী শিক্ষার্থীকে অচেতন করে ধর্ষণ করেন তারা। পরে তারা ভিকটিমের ভিডিও ধারণ করে এবং তা প্রকাশের হুমকি দিয়ে বিষয়টি গোপন রাখতে বাধ্য করেন। তবে ওই নারী কেন মেসে গেছে তা জানা যায়নি। পুরো ঘটনা তদন্তাধীন রয়েছে। অভিযুক্ত আদনান ছাত্রলীগের সক্রিয় কর্ম ছিলেন বলে জানা গেছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক বলেন, ‘আমরা অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রেখেছি। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুখলেছুর রহমান বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সত্যতা পেয়েছি আমরা। বর্তমানে অভিযুক্তরা পুলিশ হেফাজতে আছেন এবং মামলার বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।’
বিশ্ববিদ্যালয়ের শাস্তির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ‘বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের আইন রয়েছে। পরবর্তীতে আমরা বসে সিদ্ধান্ত নিতে পারি।’
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ইসমাঈল হোসেন বলেন, ‘ঘটনার বিষয়ে আজ (বৃহস্পতিবার) অভিযোগ পাই। অভিযোগ পাওয়ার দুই ঘণ্টার মধ্যেই ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করে প্রক্টর অফিসে হাজির করা হয়।’