ডেস্ক নিউজ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) -এর ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শেখ মুজিব জীবিত অবস্থায় প্রায় ৪০ হাজার বিরোধী দলের নেতাকর্মীকে নির্বিচারে হত্যা করা হয়েছিল।
সোমবার (১ ডিসেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি স্মৃতিচারণমূলক স্ট্যাটাসে এ কথা লিখেন তিনি।
তার স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো:
‘সময়টা ১৯৭৩ সাল। সদ্য স্বাধীন দেশ। আমি চুয়াডাঙ্গা কলেজের ছাত্র। ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত। বিপ্লবী ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত। সংক্ষেপে বিছাই। সে সময় বিপ্লবী ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন আতিকুর রহমান সালু। ওই সময় চুয়াডাঙ্গায় আমাদের নেতা ছিলেন জনাব রবিউল ইসলাম। তখন জনাব শেখ মুজিব এবং তার দল আওয়ামী লীগকে বিরোধিতা করে আমরা রাজনীতি করছি। আমাদের প্রধান সংগঠন ছিল বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, সংক্ষেপে ন্যাপ। নেতা ছিলেন মাওলানা ভাসানী। শেখ মুজিব বিরোধী রাজনীতি বা প্রতিপক্ষকে শায়েস্তা করার জন্য নতুন বাহিনী বানাইছেন। জাতীয় রক্ষী বাহিনী। শেখ মুজিব জীবিত অবস্থায় প্রায় 40 হাজার বিরোধী দলের নেতা কর্মী কে নির্বিচারে হত্যা করেছিল। ৭৩’সালের শেষের দিকে আমি গ্রেফতার হয়ে যাই। আমি জেল থেকে জানতে পারি আমার চাচাতো ভাই দামুড়হুদা থানার রামনগর গ্রামের চুয়াডাঙ্গা কলেজের বিএসসির ছাত্র সিরাজুল ইসলাম ইসলাম এবং এবং চিতলা গ্রামের লিয়াকত গ্রেফতার হয়েছেন। এবং তারা গুম হয়ে গেছেন। আজ পর্যন্ত আর তারা ফিরে আসেননি। (চলবে)’