top1

সংবর্ধনা অনুষ্ঠান তারেক রহমান ছাড়া দ্বিতীয় কোনো বক্তা থাকছেন না

Published

on

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি নিজে ছাড়া আর কেউ বক্তব্য রাখবেন না।

গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমদ। 

সালাহউদ্দিন আহমদ বলেন, জনদুর্ভোগের সৃষ্টি করে এমন কোনো কর্মসূচিকে সমর্থন করেন না তারেক রহমান। একারণেই  তিনি এমন একটি দিন তার স্বদেশ প্রত্যাবর্তনের তারিখ নির্ধারণ করেছেন, যে সময় টানা ৩ দিন বাংলাদেশে সরকারি ছুটি। এমনকি তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের উপস্থিত হতে নিষেধ করেছেন। এখানেও আমরা তার নির্দেশনা পালনের সর্বোচ্চ চেষ্টা করছি, তবে হয়ত শতভাগ পারিনি।

তিনি বলেন, তারেক রহমান বিমানবন্দরে থেকে সরাসরি হাসপাতালে চিকিৎসাধীন মায়ের কাছে যেতে চান, যেতে চান পিতা ও ভাইয়ের কবর জিয়ারত করতে।

তিনি আরও বলেন, রাজধানীর একপাশে প্রশস্ত ৩৬ জুলাই মহাসড়কের সার্ভিস লেনের একপাশে আমরা স্থান নির্ধারণ করেছি। সেখানে শুধু দেশবাসীর প্রতি তার (তারেক রহমান) কৃতজ্ঞতা প্রকাশ ও দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া ও দেশবাসীর কল্যাণ কামনা করা হবে। সেই আয়োজন তারেক রহমান ছাড়া দ্বিতীয় কোনো বক্তা থাকছেন না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version