Connect with us

ক্যাম্পাস

সাজিদ হত্যার তদন্ত স্বার্থে যে কাউকে ডেকে যাচাই-বাছাই করতে পারবে সিআইডি

Published

on

ইবি প্রতিনিধি:

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ হত্যার তদন্ত কাজে প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের যে কোন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী বা অন্য কোন ব্যক্তিকে ডেকে তথ্য যাচাই-বাছাই করার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত  রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এতে বলা আছে, গত ২৬ অক্টোবর  অনুষ্ঠিত প্রক্টোরিয়াল বডি, ছাত্র-উপদেষ্টা, নিরাপত্তা সেল, ক্রীয়াশীল ছাত্র সংগঠন, সাংবাদিক প্রতিনিধি ও সিআইডির কুষ্টিয়া ইউনিটের ইনচার্জ এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার সিদ্ধান্ত মোতাবেক ইসলামী বিশ্ববিদ্যালয়ের তদন্ত কাজে প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয়ের যে কোন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী বা অন্য কোন ব্যক্তিকে ডেকে তথ্য যাচাই-বাছাই করতে পারবেন।

গত ২৬ অক্টোবর সিআইডি’র সাথে বৈঠকে গৃহীত সিদ্ধান্ত গুলো হলো, তদন্তের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করার অনুমতি এবং দুই সপ্তাহ পরপর তদন্তের আপডেট বিষয়ে সিআইডি’র ব্রিফিং।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর সাজিদ হত্যার এই হত্যা মামলার তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করা হয়। এ মামলা সাজিদ হত্যার ঘটনায় তার বাবা আহসান হাবিবুল্লাহ ৪ আগস্ট ইবি থানায় দায়ের করেছিলেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *