বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, পাঁচটি ব্যাংকের বিপুল পরিমাণ মূলধন বিদেশে পাচার হয়ে যাওয়ায় সেগুলোকে একীভূত করা ছাড়া আর কোনও বাস্তবসম্মত বিকল্প ছিল না।
রোববার সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স সামিট’-এ অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
গভর্নর বলেন, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি অগ্রগতি নিশ্চিত করতে স্বচ্ছতা এখন সবচেয়ে বড় শর্ত। এ ক্ষেত্রে বিনিয়োগকারী, আমানতদাতা থেকে শুরু করে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী—সকল পক্ষের সমন্বিত দায়িত্বশীলতার ওপরই নির্ভর করছে ভবিষ্যৎ অগ্রযাত্রা।
তিনি আরও উল্লেখ করেন, নীতিনির্ধারকদের লক্ষ্য হচ্ছে ব্যাংকিং খাতকে পুনর্গঠন করে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করা, যাতে আর্থিক খাতে স্থায়িত্ব ফিরিয়ে আনা যায়।