রাজনীতি

৭১-এ স্বাধীনতা পেয়েছি, চব্বিশের ৫ আগস্ট স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করা হয়েছে: তারেক রহমান

Published

on

জাতীয়বাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রিয় দেশবাসী, আমরা ১৯৭১ সালে লক্ষ জনতার সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা পেয়েছি। ৭৫ এ আরেক বিপ্লব হয়, ৯০ এর স্বৈরাচার মুক্ত করা হয় এবং সর্বশেষ গত বছর ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতা, কৃষক শ্রমিক, সর্বস্তরের জনগণ স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করেছে।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিনে ঢাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, আমরা গনতন্ত্র প্রক্রিয়াকে জনগণের মাধ্যমে টিকে রাখার জন্য কাজ করবো। আমাকে দেশের ফেরার সুযোগ করে দেওয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা এবং মহান রাব্বুল আলামিনের ওপর লাখো শুকরিয়া।তিনি আরও বলেন, এখনও একটা গোষ্ঠীর ষড়যন্ত্র থেমে নাই। প্রিয় বাংলাদেশ সবাইকে সজাগ থাকতে হবে। এছাড়া যেকোনো মূল্যে দেশের আইন শৃঙ্খলা শক্ত করতে হবে।

আগামীর বাংলাদেশ গড়া নিয়ে বলেন, আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, আমরা সকলে মিলে নবী করিম স. এর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version