ইবি প্রতিনিধি
শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে রাত ১২ টায় হল গেইট বন্ধ রাখা, অনাবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগ ও হলের ভিতরে বহিরাগত কাউকে প্রাইভেট না পড়াতে জরুরি নির্দেশনা দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল কর্তৃপক্ষ।
বুধবার (২৩ জুলাই) হল প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশ সূত্রে, অন্য হলের যে সকল শিক্ষার্থী শহীদ জিয়াউর রহমান হলে অবস্থান করছে তাদেরকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে হল ত্যাগ করতে হবে। হলের অভ্যন্তরে বহিরাগত কাউকে প্রাইভেট পড়ানো যাবে না এবং হল গেইট রাত ১২ টা হতে বন্ধ থাকবে। তবে রেজিস্ট্রার খাতায় স্বাক্ষর করে বিশেষ প্রয়োজনে রাত ১২ টার পর হলের বাহিরে যেতে পারবে। নির্দেশনা অমান্য করার কারণে যদি কোনো অপ্রত্যাশিত বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে হল প্রশাসন দায়ী থাকবে না।
জানতে চাইলে হল প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। কোনো অপ্রত্যাশিত বা অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করছি শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত মেনে চলবে।