সারাদেশ

আশুলিয়ায় শিশুসহ দম্পতির লাশ উদ্ধার

অলটাইম নিউজ ডেস্ক

ঢাকার সাভারের আশুলিয়ার নরসিংহপুরে ভাড়াবাসা থেকে শিশুসহ দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিছানায় পড়ে ছিল স্ত্রী ও কন্যাশিশুর মরদেহ, আর ঘরের সিলিংয়ে ঝুলছিল স্বামীর নিথর দেহ।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

মৃতরা হলেন— বগুড়ার ধুনট উপজেলার রুবেল আহমেদ, তার স্ত্রী সনি আক্তার এবং ছয় বছরের মেয়ে জমিলা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্ত্রী ও কন্যাশিশুকে বিষ খাইয়ে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন।

প্রতিবেশীরা জানান, সনি স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন এবং রুবেল রাজমিস্ত্রীর কাজ করতেন। সারা দিন তাদের না দেখে সন্দেহ হলে সন্ধ্যায় ডাকাডাকি করেন প্রতিবেশীরা। কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিতেই দেখা যায় ভেতরে পড়ে আছে মরদেহ।

নিহতদের স্বজনরা অভিযোগ করেছেন, স্ত্রীর পরকীয়ার সন্দেহে রুবেল প্রথমে স্ত্রী ও সন্তানকে বিষ খাইয়ে হত্যা করে পরে নিজেও আত্মহত্যা করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ জানায়, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহ থেকে ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version