Connect with us

খেলাধুলা

এবারের বিশ্বকাপজয়ী দল পাবে রেকর্ড ৬০০ কোটি টাকা

Published

on

২০২৬ বিশ্বকাপের জন্য রেকর্ড প্রাইজমানির ঘোষণা দিয়েছে ফিফা। আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর প্রাইজমানি বৃদ্ধি পাচ্ছে ৫০ শতাংশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফুটবলের এই সর্বোচ্চ সংস্থা ফিফা এই তথ্য জানিয়েছে।

বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে রেকর্ড ৫ কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০০ কোটি টাকা। এ ছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৪৮টি দেশের মধ্যে মোট ৭২ কোটি ৭০ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার ৮৬১ কোটি টাকা ভাগ করে দেওয়া হবে। প্রাইজমানির ক্ষেত্রে পারফরম্যান্সের ভিত্তিতে দেওয়া হবে ৬৫ কোটি ৫০ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ৯৮৪ কোটি টাকা। বাকি প্রায় ৭ কোটি ২০ লাখ ডলার খরচ করা হবে প্রতিটি অংশগ্রহণকারী দলকে ১৫ লাখ ডলার করে প্রদানের জন্য, যা তাদের প্রস্তুতিমূলক কাজ (যেমন ভ্রমণ, ট্রেনিং ক্যাম্প এবং লজিস্টিকস) সম্পন্ন করতে সহায়তা করবে।

সম্প্রতি টিকিটের অতিরিক্ত দামের কারণে বিতর্কের মুখে পড়ে ২০২৬ বিশ্বকাপের আয়োজন। তবে সমর্থকদের প্রতিবাদের কারণে ফিফা কিছু টিকিটের দাম কমিয়ে ৬০ ডলারে নিয়ে এসেছে। এর মধ্যেই বুধবার রাতে ফিফা কাউন্সিল থেকে টুর্নামেন্টের জন্য রেকর্ড পুরস্কারের ঘোষণা এসেছে।

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দলগুলো পাবে ৯০ লাখ ডলার করে, ফাইনালে হেরে যাওয়া দল পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার। এ ছাড়া তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল পাবে যথাক্রমে ২ কোটি ৯০ লাখ ও ২ কোটি ৭০ লাখ ডলার।

এর আগে কাতারে ২০২২ সালে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা প্রাইজমানি হিসেবে পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার। ২০১৮ বিশ্বকাপ জেতার পর ফ্রান্স পেয়েছিল ৩ কোটি ৮০ লাখ ডলার। ফিফা ১৯৮২ সাল থেকে বিশ্বকাপের প্রাইজমানি প্রকাশ করে আসছে। সেই বছর ইতালি বিশ্বকাপ জিতে ২২ লাখ ডলার প্রাইজমানি পায়। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, এবারের এই প্রাইজমানি বুঝিয়ে দিচ্ছে বিশ্বকাপ ‘বিশ্ব ফুটবল সম্প্রদায়ের জন্য আর্থিকভাবে এক নতুন দিগন্তের উন্মোচন করবে।’

২০২২ কাতার বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনাফিফা

২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণার প্রতিক্রিয়ায় ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান টম গ্রেট্রেক্স বলেছেন, ‘রেকর্ডভাঙা পুরস্কার তহবিল দেখাচ্ছে যে বিশ্বকাপের জন্য অর্থের কোনো অভাব নেই। বিশ্বকাপের বিশেষত্বকে ধ্বংসের কাছাকাছি যাওয়া থেকে বাঁচানোর জন্য ফিফার হাতে এখনো সময় আছে। তাদের এখনই পদক্ষেপ নেওয়া উচিত।’

৪৮টি দল নিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। প্রথম ম্যাচে মেক্সিকো সিটিতে, সহ-আয়োজক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে বাদ ভারতীয় উপস্থাপিকা

Published

on

By

মাইক্রোফোন হাতে বিপিএলে উপস্থাপনার দায়িত্ব পালনের কথা ছিল ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠকের। তবে বাংলাদেশে পা রাখার আগেই তার বিপিএল অধ্যায় শেষ হয়ে গেছে। আসার আগেই তাকে উপস্থাপনা প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে।

এবার বিপিএলের উপস্থাপনা ও ধারাভাষ্য প্যানেলে নতুনত্ব আনার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে পাকিস্তানের জনপ্রিয় উপস্থাপিকা জয়নব আব্বাস বাংলাদেশে আসেন। তবে তিনি ফিরে যাওয়ায় ঢাকা পর্বে রিধিমা পাঠকের উপস্থাপনার কথা ছিল। শেষ পর্যন্ত তার আর আসা হয়নি।

এদিকে এবারের বিপিএলে ধারাভাষ্য প্যানেলে রয়েছেন ওয়াকার ইউনিস, রমিজ রাজা ও ড্যারেন গফের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ধারাভাষ্যকাররা।

রিধিমা পাঠকের বাদ পড়ার পেছনে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে সাম্প্রতিক ঘটনার প্রভাব রয়েছে বলে মনে করা হচ্ছে। গত শনিবার আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পরে বিসিসিআইয়ের সিদ্ধান্ত অনুযায়ী কলকাতা নাইট রাইডার্সও তাকে স্কোয়াড থেকে বাদ দেয়।

এই সিদ্ধান্তের পর থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক চিঠির মাধ্যমে আইসিসিকে জানিয়েছে, ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা এবং ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছে। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ থাকবে।

এই সামগ্রিক উত্তেজনার প্রভাবই শেষ পর্যন্ত বিপিএলে রিধিমা পাঠকের অন্তর্ভুক্তি বাতিলের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Continue Reading

top1

দেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

Published

on

By

ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

আজ সোমবার মন্ত্রণালয় এ বিষয়ে সংশ্লিষ্ট সম্প্রচার মাধ্যমকে চিঠি দিয়েছে।

এতে সই করেছেন মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান। সম্প্রচার বন্ধ রাখতে টেলিভিশন চ্যানেলগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।

এমতাবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার জন্য টেলিভিশন চ্যানেলের শীর্ষ নির্বাহীদের নির্দেশনা দেওয়া হয় চিঠিতে।

Continue Reading

top1

বিশ্বকাপে কেমন হলো বাংলাদেশ দল

Published

on

স্বপ্ন এবার বিশ্বজয়ের! আগামী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে গড়া এই দলের নেতৃত্বে থাকছেন ওপেনার লিটন কুমার দাস। সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে মারকুটে ব্যাটার সাইফ হাসানকে।

এবারের দল ঘোষণায় সবচেয়ে বড় চমক মেহেদি হাসান মিরাজ ও জাকের আলির বাদ পড়া। সাম্প্রতিক সময়ে আলোচনায় থাকলেও বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাননি তারা। তাদের পরিবর্তে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে সাম্প্রতিক পারফরম্যান্সকে বেশি গুরুত্ব দিয়েছেন নির্বাচকরা।

একনজরে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড

লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন ও শরিফুল ইসলাম।

ব্যাটিংয়ে বড় ভরসা টপ-অর্ডার

টাইগারদের ব্যাটিংয়ে মূল স্তম্ভ হতে যাচ্ছেন তানজিদ তামিম, পারভেজ ইমন ও লিটন দাস। পরিসংখ্যান বলছে, তানজিদ তামিম গত এক বছরে দুর্দান্ত ফর্মে আছেন।

ব্যাট হাতে তামিম, ২৭ ম্যাচে ১৩৫ স্ট্রাইক রেটে তিনি করেছেন ৭৭৫ রান। অধিনায়ক লিটন দাসের ব্যাটও ২০২৫ সালে ১৩২ স্ট্রাইক রেটে কথা বলেছে, যা দলের আত্মবিশ্বাস বাড়াবে।

মিডল অর্ডার ও ফিনিশিং ভরসা যারা

মিডেল অর্ডারে দলের হাল ধরবেন সহ-অধিনায়ক সাইফ হাসান। আক্রমণাত্মক ব্যাটিংয়ের পাশাপাশি ইনিংস গড়ার দায়িত্ব থাকবে তার কাঁধে।

এছাড়াও মিডল অর্ডারে তাওহীদ হৃদয়ের কার্যকর ব্যাটিং এবং ফিনিশার হিসেবে শামীম হোসেনের ওপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। সোহানের চেয়ে সাম্প্রতিক ফর্মে এগিয়ে থাকায় শামীমকেই মূল ফিনিশারের দায়িত্ব দেওয়া হতে পারে।

শ্রীলঙ্কার কন্ডিশন ও বোলিং শক্তি

শ্রীলঙ্কার স্পিন সহায়ক উইকেটের কথা মাথায় রেখে রিশাদ হোসেন ও শেখ মেহেদীকে রাখা হয়েছে মূল একাদশের ভাবনায়। পেস আক্রমণে অভিজ্ঞ তাসকিন আহমেদ ও ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানের সাথে গতির ঝড় তুলতে প্রস্তুত তানজিম সাকিব।

বিশ্বকাপে সম্ভাব্য শক্তিশালী একাদশ

তানজিদ হাসান তামিম, পারভেজ ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান।

Continue Reading

Trending